Aguner poroshmoni Lyrics |আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে

You are currently viewing Aguner poroshmoni Lyrics |আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য নানা ধরণের ও নানা স্বাদের গান লিখেছেন। তার গানগুলির মধ্যে আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে (Aguner poroshmoni Lyrics) অন্যতম। তার এই গানটি আপামর বাঙালির ঠোঁটের আগায় লেগে থাকে।

কবি এই গানটির মাধ্যমে নিজেকে সৃষ্টিকর্তার কাছে উৎসর্গ করার আহ্বান করেছেন। তিনি বলেছেন তার সেবায় নিজের পারেন ওমানকে তুলে ধরতে বলেছেন। সবসময় যেমন প্রদীপ শিক্ষা জ্বলে তেমনিভাবে নিজেকে জ্বালিয়ে রাখার কথা বলেছেন। তিনি আরো বলেছেন যদি আমরা এটি করতে পারি তাহলে আমাদের মনের কালিমা ঘুছে যাবে অনায়াসে এবং ভালো কিছুর দিকে এগিয়ে যেতে পারবো।

Aguner poroshmoni Lyrics | আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে লিরিক্স

Aguner poroshmoni Lyrics In Bengali

আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে ।
এ জীবন পুণ্য করো দহন-দানে ।।
আমার এই দেহখানি তুলে ধরো,
তোমার এই দেবালয়ে প্রদীপ করো-
নিশিদিন আলোকশিখা জ্বলুক গানে ।।
আঁধারের গায়ে গায়ে পরশ তব
সারা রাত ফোটাক তারা নব নব ।।
নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো,
যেখানে পড়বে সেথা দেখবে আলো-
ব্যথা মোর উঠবে জ্বলে উর্ধ্ব-পানে ।।

Aguner poroshmoni Lyrics Transliteration in English

Aaguner paroshmoni chnoao praane.
E jibon punyo karo dahon daane.
Aamar ei dehokhani tule dharo,
Tomar oi debaloyer prodip koro –
Nishidin aalok sikha jwoluk gaane.
Aandharer gaaye gaaye parosh tabo
Saara raat photak taara nabo nabo.
Nayoner drishti hote ghuchbe kaalo,
Jekhane porbe sethaay dekhbe aalo –
Byatha mor utthbe jwole urdho-paane.

Swaralipi of Aguner poroshmoni Lyrics:

Image of Aguner poroshmoni Lyrics:

আগুনের পরশমণি ছোঁওয়াও প্রাণে লিরিক্স সম্পর্কে তথ্য:

পর্যায় : পূজা (২১২)
উপ-পর্যায়ঃ দুঃখ
তাল: দাদরা
রাগঃ গৌর-সারং
লিখিত সাল : ১৯১৪ (২৮/০৮/১৯১৪ ১১ই ভাদ্র ১৩২১)
স্থানঃ সুরুল
প্রকাশিত পত্রিকা : প্রবাসী
সংগ্রহঃ গীতালি
স্বরবিতান: ৪৩
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
দ্রষ্টব্য: ১৩২১ সালের মাঘোৎসব উপলক্ষে প্রথম গাওয়া হয়

About The Aguner poroshmoni Lyrics in English

Parjaay: Puja (212)
Upa-parjaay: Dukkha
Taal: Dadra
Raag: Gour-Sarang
Written on: 1914 (28/08/1914 11 Bhadra 1321)
Place: Surul
Published in: Probasi
Collection: Geetali
Swarabitan: 43
Notation by: Dinendranath Tagore
Notes: First sung on the occasion of Maghotsava, 1321

Leave a Reply