Jibanananda Das poems | জীবনানন্দ দাশ এর কবিতা

You are currently viewing Jibanananda Das poems | জীবনানন্দ দাশ এর  কবিতা

যদিও জীবনানন্দ দাশ আমাদের কাছে বিশেষভাবে রোমান্টিক কবি পরিচিত, কিন্তু তিনি রোমান্টিক কবিতা ছাড়াও নানান ধরনের কবিতা লিখেছেন। প্রকৃতি, সামাজিক, হাসির ইত্যাদি নানা প্রসঙ্গ নিয়ে তিনি কবিতা লিখেছেন।

এখানে তাঁর লেখা সেরা ৩০ টি কবিতা আমরা লিপিবদ্ধ করেছি, যদিও তার লেখা সকল কবিতায় আমাদের হৃদয়ে গ্রথিত হয়ে আছে।

Jibanananda Das poems | জীবনানন্দ দাশ এর কবিতা

আবার আসিব ফিরে

-জীবনানন্দ দাশ

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো – কিশোরীর – ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; – রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে –

Leave a Reply