Megher kole rod heseche lyrics | মেঘের কোলে রোদ হেসেছে

You are currently viewing Megher kole rod heseche lyrics | মেঘের কোলে রোদ হেসেছে

মেঘের কোলে রোদ হেসেছে [megher kole rod heseche lyrics] রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনপ্রিয় গানগুলোর একটি। এই গানে তিনি ছোট বাচ্চাদের ছুটির সময় এর চিন্তার বর্ণনা দিয়েছেন।

মেঘ সরে গিয়ে যখন রোদ হেঁসে উঠবে , তখন আমরা ভেবে পাবো না কিভাবে আমরা আনন্দ করবো।

তারা বলছে যে পথ হারিয়ে বনে চলে যাবো এবং সবাই মিলে একসাথে খেলা করবো।

কখনো বা কেয়া পাতার নৌকা তৈরি করে দীঘিতে ভাসিয়ে দেব। এই নৌকা গুলি দুলে দুলে চলবে।

কখনো বা রাখাল ছেলেদের সঙ্গে মাঠে গরু চড়াবো বাঁশি বাজিয়ে ও গায়ে চাঁপাফুল মেখে।

কবিতাটি নিচে বর্ণিত হলো বাংলা এবং ইংরেজিতে। সঙ্গে গানটির সম্পর্কে নানান অজানা তথ্য।

মেঘের কোলে রোদ হেসেছে [Megher kole rod heseche lyrics]

মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আহা, হাহা, হা।
আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা, হাহা, হা ॥
কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আহা, হাহা, হা ॥
কেয়া-পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে–
তালদিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু চাঁপার বনে লুটি। আহা, হাহা, হা ॥

Megher kole rod heseche lyrics Transliteration in English:

Megher kole rod hesechhe, baadol gechhe tuti. Aaha, haha, haa.
Aaj aamader chhuti o bhaai, aaj aamader chuti. Aaha, haha, haa.
Ki kori aaj bhebe na paai, path haariye kon bone jaai,
Kon maatthe je chhute berai sakol chhele juti. Aaha, haha, haa.
Keya paatar nouka gore saajiye debo phule –
Taaldighite bhaasie debo, cholbe dule dule.
Raakhal chheler sange dhenu charabo aaj baajiye benu,
Maakhbo gaaye phuler renu chnaapar bone luti. Aaha, haha, haa.

Swaralipi of Megher kole rod heseche lyrics:

Image of Megher kole rod heseche lyrics:

megher kole rod heseche lyrics

মেঘের কোলে রোদ হেসেছে লিরিক্স সম্পর্কে তথ্য:

পর্যায়: প্রকৃতি (১৪২)
উপ-পর্যায়য়ঃ শরৎ (২)
তাল: দাদরা
রাগ: বিভাস-বাউল
অঙ্গ: বাউল
লিখিত: ১৯০৮
স্বরবিতান: ৫০ (শেফালি)
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর

About the Megher kole rod heseche lyrics:

Parjaay: Prakriti (142)
Upa-parjaay: Sharat (2)
Taal: Dadra
Raag: Bibhas-Baul
Anga: Baul
Written on: 1908
Swarabitan: 50 (Shephali)
Notation by: Dinendranath Tagore

Leave a Reply