কাজী নজরুল ইসলামের কবিতা বাছাইকৃত ২৫ টি

You are currently viewing কাজী নজরুল ইসলামের কবিতা বাছাইকৃত ২৫ টি

১৮। প্রার্থনা

আমাদের ভালো করো হে ভগবান।
সকলের ভালো করো হে ভগবান।।

আমাদের সব লোকে বাসিবে ভালো।
আমরাও সকলেরে বাসিব ভালো।
রবে না হিংসা দ্বেষ
দেহ ও মনে ক্লেশ,
মাটির পৃথিবী হবে স্বর্গ- সমান-
হে ভগবান।।

জ্ঞানের আলোক দাও হে ভগবান।
বিপুল শক্তি দাও হে ভগবান।।

তোমারই দেওয়া জ্ঞানে চিনিব তোমায়,
তোমারই শক্তি হবে কর্মে সহায়।
ধর্ম যদি সাথী হয়
রবে না ক দুঃখ ভয়,
বিপদে পড়িলে তুমি করো যেন ত্রান-
হে ভগবান।।


Leave a Reply