হাস্য কবিতার জনক সুকুমার রায়। তার লেখা সমস্ত কবিতা গুলি হাসিতে ভরপুর। এখানে আমরা তার রচিত সেরা ২০ কবিতা একত্রিত করেছি । আশা করি কবিতাগুলি আপনাদের ভালো লাগবে।
Best 20 Sukumar Roy kobita । সুকুমার রায়ের ২০ বাছাইকৃত হাসির কবিতা:
আড়ি
-সুকুমার রায়
কিসে কিসে ভাব নেই? ভক্ষক ও ভক্ষ্যে—
বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে।
শেয়ালের সাড়া পেলে কুকুরেরা তৈরি,
সাপে আর নেউলে ত চিরকাল বৈরী!
আদা আর কাঁচকলা মেলে কোনোদিন্ সে?
কোকিলের ডাক শুনে কাক জ্বলে হিংসেয়।
তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি?
ছ্যাঁক্ ছ্যাঁক্ রাগ যেন খেতে আসে এখনি।
তার চেয়ে বেশি আড়ি পারি আমি কহিতে—
তোমাদের কারো কারো কেতাবের সহিতে।