আবোল তাবোল ( abol tabol ) একটি হাসির কবিতা, যেটি তিনটি কবিতার সমষ্টি।। ছন্দ এবং হাসি নিয়ে কবিতা লিখেছেন আমাদের প্রিয় কবি সুকুমার রায়।
এই কবিতায় কবি একটি খেয়ালিপনা বালক ভোলার কাহিনী তুলে ধরেছেন। এই ভোলার যে খেয়ালিপনা তা এই কবিতার ছন্দ ও কথায় খুঁজে পাওয়া যায়।।
এই কবিতাটি পড়েছি ততবারই আমাদের পড়তে ইচ্ছে করে কারন বর্তমান সমাজ জীবনে আমাদের জীবন থেকে হাসি প্রায় হারিয়ে গেছে, তাই এই কবিতা সেই সময়ের সাথে সাথে বর্তমান সময়ের জন্য আমাদের কাছে ভীষণ জরুরী।
কোনো হাসির কবিতার কথা বললে আবোল তাবোল কবিতাটির কথা আমাদের মাথায় আসে।
আবোল তাবোল | Abol Tabol
আয়রে ভোলা খেয়াল‐খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।
আয় যেখানে ক্ষ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর,
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।…
আয় ক্ষ্যাপা‐মন ঘুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তাধিন্ ধিন্,
আয় বেয়াড়া সৃষ্টিছাড়া
নিয়মহারা হিসাবহীন।
আজগুবি চাল বেঠিক বেতাল
মাতবি মাতাল রঙ্গেতে—
আয়রে তবে ভুলের ভবে
অসম্ভবের ছন্দেতে॥