Best 25 Love poems in Bengali

You are currently viewing Best 25 Love poems in Bengali

Love poems in Bengali এর কথা বললেই শুধুমাত্র দুই বা একটি কবিতা তালিকাবদ্ধ করা সম্ভব নয়। কারণ বিভিন্ন সময়ে অনেক বাঙালি কবি যেমন জীবনানন্দ দাশ, কবি কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায় ,সুকান্ত ভট্টাচার্য আরো অন্যান্য অনেক কবি নানান ধরনের প্রেমের কবিতা লিখেছেন।

এই সমস্ত কবিতা গুলি বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে আছে। এখানে আমরা বাছাইকৃত ২৫টি প্রেমের কবিতা (25 Love poems in Bengali) তুলে ধরেছি। এই কবিতাগুলি আশা করি সকলের ভলো লাগবে এবং মনোমুদ্ধকর হবে।

Love poems in Bengali এর তালিকা বাছাইকৃত ২৫ টি :

১. বনলতা সেন

-জীবনানন্দ দাশ

হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল-সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয়-সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার-অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দন্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর
হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা
সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’
পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পান্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে – সব নদী – ফুরায় এ জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

Leave a Reply