রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বাছাইকৃত ৬০ টি

You are currently viewing রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বাছাইকৃত ৬০ টি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা গুলির মধ্যে আমরা এখানে ৬০ টি বাছাই করা কবিতা তুলে ধরেছি যেগুলি আমার কাছে খুব প্রিয়। আশা করি আপনাদের সকলের কাছে ততটাই জনপ্রিয় যতটা আমার কাছে। বিশেষ করে শিশুদের কাছে খুবই জনপ্রিয় ও আনন্দদায়ক।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের জন্য নানান কবিতা লিখেছেন। তার সকল কবিতায় আমাদের কাছে খুব প্রিয়, তারই মধ্যে এই ছোট কবিতা গুলি আমাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট কবিতা বাছাইকৃত ৬০ টি

১। জন্মকথা

খোকা মাকে শুধায় ডেকে–

“এলেম আমি কোথা থেকে,
কোন্খানে তুই কুড়িয়ে পেলি আমারে ।”

মা শুনে কয় হেসে কেদে

খোকারে তার বুকে বেধে,_
“ইচ্ছ। হয়ে ছিলি মনের মাঝারে ॥

ছিলি আমার পুতুল-খেলায়,
প্রভাতে শিবপৃজার বেলায়
তোরে আমি ভেঙেছি আর গড়েছি।
তুই আমার ঠাকুরের সনে
ছিলি পুজার সিংহাসনে,
তারি পুজায় তোমার পুজ। করেছি ॥

আমার চিরকালের আশায়,
আমার সকল ভালবাসায়
আমার মায়ের দ্িদিমায়ের পরানে
পুরানো এই মোদের ঘরে
গৃহদেবীর কোলের পরে
কতকাল-যে লুকিয়েছিলি কে জানে ॥

যৌবনেতে যখন হিয়।

_. উঠেছিল প্রস্ফুটিয়া,

তুই ছিলি সৌরভের মতো মিলায়ে,
আমার তরুণ অঙ্গে অঙ্গে
জড়িয়ে ছিলি সঙ্গে সঙ্গে

তোর লাবণ্য কোমলত। বিলায়ে ॥

সব দেবতার আদরের ধন,
নিত্যকালের তুই পুরাতন,
তুই প্রভাতের আলোর সমবয়সী,-
তুই জগতের স্বপ্ন হতে
এসেছিস আনন্দ-শ্রোতে
নৃতন হয়ে আমার বুকে বিলসি ॥

নিনিমেষে তোমায় হেরে
তোর রহস্য বুঝিনে রে,
সবার ছিলি আমার হলি কেমনে ।
ওই’দেহে এই দেহ চুমি?
মায়ের খোক। হয়ে তুমি
মধুর হেসে দেখা দিলে ভুবনে ॥

হারাই হারাই ভয়ে গো তাই
বুকে চেপে রাখতে-যে চাই,
কেঁদে মরি একটু সরে দাড়ালে।
জানি না কোন্‌ মায়ায় ফেঁদে
বিশ্বের ধন রাখব বেঁধে
আমার এ ক্ষীণ বানু তুটির আড়ালে ॥”


Leave a Reply